লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের নৌকা মার্কার সমর্থনে গনসংযোগ করেছেন লক্ষ্মীপুর সদর থানা পশ্চিম যুবলীগের আহ্বায়ক ও ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের টুটি চৌধুরী।
গত কয়েকদিন দরে ১৬নং শাকচর ইউনিয়নে চেয়ারম্যান টুটি চৌধুরী উদ্যোগে শাকচর ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে এই প্রচার প্রচারণা চলছে।
এই গনসংযোগ আরো উপস্থিত ছিলেন
জেলা আওয়ামীলীগের সদস্য আমজাদ মাষ্টার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি ইসমাইল হোসেন,জেলা ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম পারভেজ পলিটেকনিক কলেজের সভাপতি শামীম সহ প্রমূখ।
চেয়ারম্যান টিটু চৌধুরী বলেন আগামী ২১তারিখে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এডভোকেট নয়ন ভাইকে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে শাকচরের ওয়ার্ডে প্রচার করে যাচ্ছি।
প্রসঙ্গত: লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল মানব প্রচারের দায়ে বর্তমান কুয়েত আদালত বন্দী থাকায় আসনটি শূন্য। তাই আগামী ২১ জুন উপ-নির্বাচন (ইভিএমের) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নয়ন ও জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী শেখ ফায়িজ শিপন প্রতিদ্বন্দ্বিতা করছেন।