নিজস্ব প্রতিবেদক –
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গনের সপথ গ্রহন সম্পন্ন হয়েছে। ৯ জুন বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান নির্বাচিত হওয়ার তিন মাস ১১ দিন পরে রায়পুর পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
মেয়র পদে গিয়াস উদ্দীন রুবেল ভাট ও কাউন্সিলর পদে শপথ নেয়া ব্যক্তিরা হলেন, ১নং ওয়ার্ডে- আবু নাছের বাবু, ২নং ওয়ার্ডে- মাহবুবুর রহমান রিজভী, ৩নং ওয়ার্ডে- মো: ইউছুফ বিএসএস, ৪নং ওয়ার্ডে- মো: আনোয়ার হোসেন বাহার, ৫নং ওয়ার্ডে- জাকির হোসেন নোমান পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে- মো: আইনুল কবির মনির, ৭নং ওয়ার্ডে- মো: মেহেদী হাসান শিশির পাঠান, ৮নং ওয়ার্ডে- মো: আবুল হোসেন ও ৯নং ওয়ার্ডে- খায়রুল আলম রুবেল প্রধানিয়া।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১-২-৩নং ওয়ার্ডে নাজমে আরা মনি, ৪-৫-৬ নং ওয়ার্ডে ফেরদৌসী বেগম স্বপ্না ও ৭-৮-৯ নং ওয়ার্ডে শামছুন্নাহার লিলি শপথ গ্রহন করেছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের ভোট গ্রহন করা হয়।