লক্ষ্মীপুর প্রতিনিধি -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
বুধবার ২ জুন বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ বালক (অনুর্ধ্ব-১৭) এর সদর উপজেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।
লক্ষ্মীপুর সদর উপজেলার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় টুমচর ইউনিয়নকে ট্রাইবেকারে ৩-২গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ১নং হামছাদী ইউনিয়ন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হাফিজ উল্লাহ, সম্মিলন সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ,১নং হামছাদী ইউনিয়ন চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন প্রমুখ।