ফয়সাল কবির, লক্ষ্মীপুর – লক্ষ্মীপুরের রায়পুরে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ হয়েছে।
শুক্রবার ২৮ মে বিকেলে জেলার রায়পুর উপজেলার হাজীমারা মেঘনা নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে মানবিক যুবলীগের ব্যানারে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূইঁয়া উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল ও নগদ অর্থ।
এই সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষক লীগকে যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোফরান হোসেন বাবু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক দিদার মোল্লা, ৬নং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আকবর মৃধা,যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির স্থানীয় নেতা কর্মীরা।