লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ মে বিকেলে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠান হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ূন কবির পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নির্বাহী কমিটির সদস্য
মুক্তার হোসেন চৌধুরী কামাল, সদস্য মোজ্জামেল হোসেন মুশু, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, ৩নং দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মাস্টার,সৈয়দ আবুল কাশেম, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিন ভূঁইয়া,
এই সময় প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানান এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সবাইকে অনুরোধ জানান। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তারিখ ঘোষণা করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নজির আহমেদ পাটোয়ারী,নুর নবী মাস্টার,নাজমুল করিম টিপু, নিজাম উদ্দিন রনি, মোবারক হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব বৃন্দ।