লক্ষ্মীপুর প্রতিনিধি- বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার বাংলাদেশ শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর। প্রতিবছর এই দিনটি মহাখুশিতে নানা আয়োজনে উদযাপন করেন মুসলমানরা। তবে এবছরের ঈদ আনন্দে বিশাল বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস।
অন্যরকম ঈদ উদযাপন করেন লক্ষ্মীপুর সদর থানা যুবলীগের আহ্বায়ক ও ১৬ নং শাকচর ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী।
শাকচর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানে পবিত্র ঈদুল ফিতরের দিন হতদরিদ্র ৬০ থেকে ৮০ বছরের বৃদ্ধের সাথে ঈদ উপহার শাড়ী লুঙ্গি ফলমূল নিয়ে তাদের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তাদের দুঃখ বেদনার কথাগুলো শেয়ার করেন।
চেয়ারম্যান টিটু চৌধুরী কাছে এই ব্যতিক্রমী ঈদ উদযাপন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরাতো ঈদের সময় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে সাথে দেখা করি,ঈদ উদযাপন করি। কিন্তু আমার ইউনিয়নে যেসকল হতদরিদ্র ব্যক্তিরা চাইলে যেকোন সময় আমার সাথে দেখা করতে পারেন না। কারণ তারা অসুস্থ। তাদের বয়স ৬০ থেকে ৮০ হওয়ায় অনেক পরিবারের কাছে তারা একটি বোঝা।
তিনি আরও বলেন, তাই তারা কিভাবে ঈদ করছে সেই ঈদের হাসি আনন্দ ভাগাভাগি করার জন্য আমি উদ্যোগ নিয় নিজে এসে তাদের সুস্থতা এবং ঈদ শুভেচ্ছার জন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে ঈদের কুশল বিনিময় করি। এতে করে তাদেরও ভালো লাগলো আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের হকটাও পালন করতে পারলাম।