নিজস্ব প্রতিবেদক –এসডিজি বাস্তবায়নে সরকারী-বেসরকারী সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার ১৪ সেপ্টেম্বর (সোমবার) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসকারী এনজিও প্রতিষ্ঠান এডাব এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
এডাব লক্ষ্মীপুর শাখার সভাপতি মো: হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম, এডাব এর বিভাগীয় সমন্বয়কারী এস এম আনিছুর রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিছুর রহমান, উপজেলা সমবায় অফিসার সুবাস সিংহ, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, এডাব এর জেলা শাখার সদস্য সচিব পারভিন হালিম, সদস্য নুর মোহাম্মদ, সাবরিনা আক্তার, নারী নেত্রী মমতাজ বেগম, এস আই মোতাহের হোসেন প্রমুখ।