লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ৮নং করপাড়া ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খানের নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ৬ মে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নভুক্ত শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং বদরপুর দাখিল মাদ্রাসার মাঠে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় এক ভিডিও বার্তায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে এমপি ড. আনোয়ার হোসেন খান বলেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ্য আছি। আমার জন্য দোয়া করবেন। আপনারাও যেন সুস্থ্য থাকতে পারেন তার জন্য আল্লাহর নিকট দোয়া করি। প্রতি বছরের ন্যায় এবারও রামগঞ্জে আপনাদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টার অংশ এটি। সর্বদা যেন মাদার অব হিউমেনিটি জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এভাবে আপনাদের পাশে থাকতে পারি এজন্য সবার দোয়া চান তিনি।
এ প্রসঙ্গে ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক মজিব জানান, ত্যাগ ও সংযমের এ রমজান মাসে রামগঞ্জে সরকারের পাশাপাশি অসহায়, কর্মহীন ও ধর্মপ্রান মুসলমানদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে পর্যায়ক্রমে ৬ মে থেকে ১০ মে পর্যন্ত ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ৪০ হাজার পরিবারের মাঝে স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খানের নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
করপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান মজিবুল হক মজিবের সার্বিক তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন, এমপির ছোট ভাই মোঃ খোরশেদ খান, একান্ত ব্যক্তিগত সহকারি রিয়াজুল হায়দার বাপ্পী, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ বেলাল আহম্মেদ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন, করপাড়া ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরনবী চৌধুরী খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক সৈকত হোসেন সামছু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া, মোজাম্মেল হক, ফরিদ উদ্দিন ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ।