নিজস্ব প্র্রতিবেদক – পবিত্র মাহে রমজানে কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভূঁইয়া ফাউন্ডেশনের। লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীণাথপুর গ্রামের ঈদ উপহার বিতরণ করা হয়।
গত সোমবার ৩ মে ভূঁইয়া ফাউন্ডেশন (বিএফ ফাউন্ডেশন)উদ্যোগে ১০০ অসহায় ও হত দরিদ্র মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।উপহার সামগ্রী মধ্যে রয়েছে সেমাই,চিনি,দুধ,নুডুলস,বাদাম,কি সমিস।
ভূঁইয়া ফাউন্ডেশন চেয়ারম্যান:এ কে এম পাপন ভূঁইয়া সার্বিক সহযোগিতা, উপহার সামগ্রী বিতরণ করেন আকরাম হোসেন বাবু
নাঈমুর রশিদ নাঈম,ইমাম হোসেন মোহন,ইমরান হোসেন পাটওয়ারী,মাসুম হোসেন খাঁন,তারেক রহমান সজিব|