আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ব্যাক্তিগত অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট শওকত হায়াত।
শুক্রবার (০৭ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারপুর গ্রামের নিজ বাড়িতে অসহায় দুস্থ ৫ শতাধিক এলাকাবাসীর মাঝে এসব ঈদ উপহার বিতরন করা হয়।
পরে নিজ ইউনিয়ন ভবানীগঞ্জ যুবলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবী বিতরন, এবং ইফতারের আগ মূহুর্তে রিক্সা ও সিএনজি চালক সহ শ্রমজীবি মানুষদের মাঝে ইফতারে প্যাকেট বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান ঢালী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাছেল, যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, তফসির আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন সাগর সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
যুবলীগ নেতা শওকত হায়াত বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে সারা বাংলাদেশ ব্যাপী যুবলীগের নেতাকর্মীরা সাধারন মানুষদের পাশে দাঁড়িয়েছে,তার ধারাবাহিকতা আজ আমার নিজস্ব অর্থায়নে সাধারন মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।
তিনি আরও বলেন সমাজ বা দেশের সকল বিত্তবান লোক যদি অসহায় দুস্থদের পাশে দাঁড়ায় তাহলে দেশের অসহায় মানুষদের অবস্থান উত্তরন সম্ভব হবে।