লক্ষ্মীপুর প্রতিনিধি –
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে মোঃ কামাল উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করে র্যাব। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কামাল (৩২) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ঝাউডগী এলাকার দুদু পাটওয়ারী বাড়ির খায়েজ আহমেদের ছেলে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামবাসীর কাছ থেকে প্রায় প্রায় ষাট লাখ টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে কামালের বিরুদ্ধে।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর সূত্র জানাযায়, চন্দ্রগঞ্জের ঝাউডগীসহ কয়েক গ্রামের ১৮’শ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দিবে বলে ইতোমধ্যে ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছে মোঃ কামাল উদ্দিন, সোহেল, আক্তার হোসেন, মোঃ মিলন ও মোস্তাফিজুর রহমানসহ একটি চক্র । শুরুতেই বিদ্যুতের সংযোগ পেতে ওইসব গ্রাহকদের কাছে জন প্রতি ৩০০০ থেকে ৬৫০০ থেকে টাকা দাবি করে তারা। পরে কিছু গ্রাহক সময় মত টাকা না দিতে পারলে তাদেরকে মারধরও করে বলে অভিযোগ উঠে। এমনকি খুঁটির জন্যও লাখ লাখ টাকা নিয়েছে এই চক্রটি।
পল্লী বিদ্যুৎ সূত্র মতে, গ্রাহক হওয়ার জন্য আবেদন ফি ১শ টাকা, ভ্যাট ১৫ টাকা ও মিটারের নিরাপত্তা বাবদ ৪শ টাকা মিলে সংযোগ ফি সর্বমোট ৫১৫ টাকা। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এক পয়েন্টের ওয়্যারিং করে দেয়া হয়, যার সর্বোচ্চ ব্যয় দাড়ায় মজুরিসহ ১২শ টাকা।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় চাঁদাবাজীর অপরাধে মামলা প্রক্রিয়াধীন। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।