লক্ষ্মীপুর প্রতিনিধি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে সদর উপজেলায় ৪নং চররুহিতা ইউনিয়নে ৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার ৪ মে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের হল রুমে ৫শত টাকা হারে ৫ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে এ নগদ অর্থ বিতরন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাহউদ্দিন, ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী , চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, যুবলীগ নেতা আবদুল জব্বার লাভলু, ইউনিয়ন ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্যবৃন্দ।