নিজস্ব প্রতিবেদক – লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
সোমবার (৩ মে) সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের হল রুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের সার্বিক সহোযগিতায় জন প্রতি ৫শত টাকা হারে ৫ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে এ নগদ অর্থ বিতরন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলম ,ইউপি সচিব শাহাবুদ্দিন সহ প্রমূখ।
এসময় জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ সাধারন মানুষদের উদ্দ্যেশে বলেন,কোভিড-১৯ পার্শ্ববর্তী দেশ ভারতে মহামারি রূপ ধারন করছে,সে দেশে জনজীবন জিম্মি হয়ে পড়েছে। তাই আমরা স্বাস্থবিধি মেনে চলি, নিয়মিত মাক্স পরি, প্রয়োজন ঘর থেকে বের না হয়।
প্রসঙ্গত : জেলা প্রশাসন সূত্র হতে জানা যায় যে, আজ সদর উপজেলার ৩ ইউনিয়নে মোট ১৫০০ জনের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।