লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ উদ্দিন টিপু নির্দেশে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবুদ্দিনের ব্যাক্তিগত অর্থায়নে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার আমানী তালিমুল কোরআন ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ এপ্রিল) ওই মাদ্রাসায় আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে শতাধিক মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক মাহফুজ খান এবং ওয়ার্ড যুবলীগের নেতকর্মী-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন বলেন, গত ৪ দিন থেকে প্রত্যেকটি ওয়ার্ডে এভাবে এতিম ও দুস্থ্যদের নিয়ে যুবলীগের উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন চলছে। অন্যান্য ওয়ার্ডেও একইভাবে ইফতার আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, জননেত্রী ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে সারাদেশে যুবলীগ গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছে।