বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাহ্ উদ্দিন টিপুর নির্দেশে সাবেক ছাত্রনেতা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম-আহ্বায়ক আবদুর রাজ্জাক রিংকুর অর্থায়নে ভাসমান পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করেছে চন্দ্রগঞ্জ যুবলীগের নেতাকর্মী’রা।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে অর্থাৎ ইফতারের আগ মূহুর্তে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম-আহ্বায়ক আবদুর রাজ্জাক রিংকু, কফিল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ উদ্দিন জুয়েল,ইউনিয়ন যুবলীগের সদস্য শেখ রাছেল,ফারবেজ খান আকাশ,আবদুল আওয়াল,দাউদ ইব্রাহিম,কামরুল আলম মুন্না,ওয়ার্ড যুবলীগ নেতা,রহমত,শহিদুল্ল্যাহ, রিয়াজ সহ অসংখ্য নেতাকর্মীগন।
জানতে চাইলে, যুবলীগ নেতা রিংকু বলেন, দেশব্যাপী লকডাউনের ১৫ দিনে লক্ষ্মীপুরেও চলছে কঠোর লকডাউন। ফলে নিম্ন আয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছে। তাদের কথা ভেবে জেলা যুবলীগের সভাপতির নির্দেশে অসহায় পথচারীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে জানান তিনি।