রির্পোটার…
রবিন হোসেন তাসকিন..
লক্ষ্মীপুরে অসহায় শাহজান মিয়ার ১২০ শতাংশ ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিলো জেলা যুবলীগ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাদিরা গোজা নামক স্থানে ঐ কৃষকের ধান কেটে দেয় লক্ষ্মীপুর জেলা, সদর পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
এ কার্যক্রমে অংশগ্রহন করেন,জেলা যুবলীগের সভাপতি একে.এম সালাহ্ উদ্দিন টিপু,সাধারন সম্পাদক আবদুল্ল্যাহ আল নোমান।
এছাড়াও লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জাল হোসেন টিটু চৌধুরী,পৌর যুবলীগ নেতা জয় রকি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহন করেন।
জেলা যুবলীগের সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপু জানান, মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশ সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজ লক্ষ্মীপুর জেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ধরে তুলে দিচ্ছে। যুবলীগের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।