লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মীর শাহ আলম।
মীর শাহ আলম বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার এলো মাহে রমজান। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে, সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। তিনি বলেন, আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।
ব্যক্তিগত জীবনী পর্যালোচনায় জানা যায়, তিনি লক্ষ্মীপুর সদরের ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। দক্ষিণ হামছাদী ইউনিয়ন সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ্ব মীর হোসেনর সুযোগ্য পুত্র। পাঁচ ভাই- তিন বোনের।
সদালাপী, হাস্যজ্জল, পরোপকারী বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার প্রতিষ্ঠানে দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁর রাজনৈতিক পরিচয়: লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন সভাপতির হিসেবে দায়িত্বে পালন করছেন।
রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসমুহে দায়িত্ব গ্রহণ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।