লক্ষ্মীপুর প্রতিনিধি – দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়। লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে সোমবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টায় লক্ষ্মীপুর পৌর এলাকার ২০০ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন। জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মোহাম্মদ মান্না,জেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগ ১ম যুগ্ম আহ্বায়ক ইউছুপ পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা ছাত্রলীগ ১ম সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমূখ।
লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশে কোন লোক না খেয়ে থাকবে না ,তারই ধারাবাহিকতায় অদ্য লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়। মহামারী করোনা লকডাউন যতদিন, ইফতার বিতরণ চলবে ততদিন ।