নিজস্ব প্রতিনিধি -সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর জেলার উন্নয়নের রূপকার, লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% হতে ইউনিয়ন পরিষদসমূহে জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য গ্রাম পুলিশদের মাঝে ৬৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল ) সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া , লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষাদে চেয়ারম্যান,এ. কে. এম. সালাহ উদ্দিন টিপু ,
এ সময় বক্তারা বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।