লক্ষ্মীপুর প্রতিনিধি – ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত পালন করা হয়েছে।
বুধবার সকালে জেলা পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুরে জেলা পরিষদ মসজিদে দোয়া আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর আত্মার প্রশান্তির জন্য মুসল্লিদের নিয়ে দোয়া করা হয়। এসময় মসজিদের মুসল্লি ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদস্য মামুন বিন জাকারিয়াসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।