নিজস্ব প্রতিবেদক – স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে আনন্দ র্যালি করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ ।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান এর নেতৃত্বে বুধবার ৩ মার্চ বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে এ আনন্দ র্যালী বের করা হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেয়র পদপ্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া,জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ নুরুল আজিম বাবর ,ইসলাম ভুলু, আব্দুল জব্বার লাভলু, এডভোকেট শেখ জামাল রিপন, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ আল নাহিয়ান যুগ্ম আহ্বায়ক গোফরান বাবু, রবিন ভূঁইয়া সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।