নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার আওতাধীন দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে ।
গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ৬০দিনের জন্য দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।
দালাল বাজার ডিগ্রি কলেজের ৯ সদস্যের কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, ইমন হোসেন অন্তত, লোকমান হোসেন জয়,আরাম হোসেন,শিহাব আলম, ও সদস্য সচিব এমরান হোসেন, সদস্য মোজাম্মেল হোসেন আশিক। জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সংগঠনকে গতিশীল ও গোছানোর জন্য ২মাসের আহবায়ক অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিটের কমিটি ও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
The following tip is to hire an editor who isn’t afraid of putting her or his own opinions and ideas into
A number of these writers use online tutorials so as to construct their letters of introduction, and typically they are able https://www.affordable-papers.net/ to use their skills online in writing considerably faster than their actual counterparts.
your prompt essay.