লক্ষ্মীপুর প্রতিনিধি – ইসি কর্তৃক তফসিল ঘোষণা না হলেও,নির্বাচনের মাঠে ক্রমেই সরগরম হয়ে উঠছে লক্ষ্মীপুরের সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিহাবুর রহমান শিহাব।
শিহাবুর রহমান (শিহাব) দীর্ঘদিন যাবত বিভিন্ন-ভাবে সামাজিক ও মানবিক সংগঠনের সাথে কাজ করে আসতেছে। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদারিত্ব অপরিসীম।
ছাত্রলীগ, যুবলীগ, বর্তমানে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়কে দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকার সাধারণ জনগণের মুখে একটি নামেই আলোচনায় আসছে। তা হলো শিহাবুর রহমান(শিহাব)। শিক্ষাগত যোগ্যতার দিক বিবেচনা করলেই আসন্ন নির্বাচন ঘিরে মানবতার একটি নামেই সবার মুখে মুখে। ছাত্র জীবনে জন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতেন তিনি। বিভিন্ন সময়ে অসহায় ও প্রতিবন্ধিদের সহোযোগীতার হাত বাঁড়ান। ব্যাক্তি জীবনে তিনি নিরলস পরিশ্রমী।
চেয়ারম্যান প্রার্থী শিহাবুর রহমান (শিহাব)বলেন আমি জনগনের জন্য রাজনৈতি করি নিজের জন্য না তাই আমি সব সময় জনগনের কাতারে আছি। জনগণের বিপদে আপদে এগিয়ে যাই এবং সহযোগিতা করি তাই জনগনের সমর্থন আছে আমার প্রতি। আর দলীয় কর্মিরাও আমাকে সাপোর্ট করে। তারা আমার কাছে কখনো নিরাস হয় নাই তাদের পাশে সব সময় ছিলাম আছি থাকবো ।