ফাহাদ হোসেন: লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নে গতকাল ১৩ ফেব্রুয়ারী২০২১ সালে কেক কাটার উৎসবের মধ্যে দিয়ে PRG গ্রুপের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে উপস্হিত ছিলেন PRG গ্রুপের সদস্যবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি মানুষ। ২০১৪ সালে ১৩ ফেব্রুয়ারি কিছু তরুণ, সমাজ ও গ্রামকে ভালোবেসে “মানুষ মানুষের জন্য” এই কথায় বিশ্বাস রেখে এবং “আমাদের সমস্যা আমারাই সমাধান করি” এই স্লোগান নিয়ে প্রিয় রামনগর গ্রাম PRG গ্রুপের সূচনা করেন। এই সময় উপস্থিত ছিলেন ৫নং চন্ডিপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ, PRG সিনিয়র সদস্য ইউসুফ মিজি, রকিবুল হাসান মাসুদ,ইউসুফ, রাজন, সালেহ আহমেদ PRG এডমিন ইসমাইল হোসেন সোহাগ, তুহিন জমাদ্দার রবিন প্রমুখ। PRG মূলত নিজ ও পাশ্ববর্তী এলাকার উন্নয়ন নিয়ে কাজ করে। দেশ ও বিদেশে থাকা সকল শ্রেণির মানুষকে একত্রিত করে PRG চেষ্টা করে উন্নয়ন মূলক কাজ করতে, অসহায় মানুষকে সহয়তা করতে, দরিদ্র মানুষদের আর্থিক ভাবে সহযোগিতা, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়ায়, বিনামূল্যে রক্তদান, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে।