নিজস্ব প্রতিনিধি – লক্ষ্মীপুর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে সদর থানা পূর্ব ও পশ্চিম ও পৌর বিএনপির উদ্যোগে জেলা পরিষদের মসজিদের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির (পূর্ব) সভাপতি মাঈনউদ্দিন চৌধুরী রিয়াজ ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সদর উপজেলা বিএনপির (পশ্চিম) সভাপতি আব্দুল করিম ভূঁইয়া মিজান, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড.আহমেদ ফেরদৌস মানিক সহ সকল অংগসংগঠন সমূহের জেলা, থানা ও পৌর পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখিত ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে তিনি জন্মগ্রহণ করেন ।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর
জাতীয়তাবাদী দল (বিএনপি)প্রতিষ্ঠা করেন।