নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে পরিছন্ন রাজনীতি করার লক্ষ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি পদে নিজের প্রার্থীতা ঘোষণা করছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবুল কাশেম ।শনিবার ৯ জানুয়ারি দুপুরে সদর উপজেলার দালালবাজার জমিদার বাড়ীতে দাড়িয়ে নিজ দল আওয়ামীলীগ এবং এর অংগ সংগঠনের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্হিতিতে সংক্ষিপ্ত বক্তৃতায় একথা বলেন তিনি।
এসময় উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী (রিগ্যান), জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি মারুপ হোসেন (সুজন), জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, দালালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম (রবিন) ভূঁইয়া, দালালবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী আলী হায়দার চৌধুরী (প্রিয়া) দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাগর সহ দলের বিভিন্ন বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।