ফাহাদ হোসেন : একব্যাগ রক্তদানে একজন রুগীর জীবন বাঁচে। এই স্লোগানকে প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামীর স্বপ্নযাত্রা সংগঠনের পথচলা শুরু হয়।
এক ঝাঁক তরুনদের নিয়ে চলা এই সংগঠন বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। ৬ জানুয়ারী সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজন শেষ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের কামার হাট বাজারে কবি নজরুল একাডেমির প্রধান শিক্ষক শামীম পাঠান, সহকারী শিক্ষক এম এ মিরন পাটওয়ারি, মিতা পাল, মারুফ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ হোসাইন, রাকিব হোসাইন, হোসাইন মামুন, হাবিব আহম্মেদ, শাহরিয়ার নিরব, তামজিদ হৃদয়, ফারহান আহম্মেদ হৃদয়। আগামীর স্বপ্নযাত্রা সংগঠনের প্রতিষ্ঠাতা নাসির আহমেদের জানান এই সংগঠনের মাধ্যমে তিনি এলাকার যুব সমাজকে মানবিক কাজে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করা শুরু করেন এবং এই সংগঠনের মাধ্যমে তিনি সমাজের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চান তাই তিনি সকলের কাছে সংগঠনের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।