নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌর শহরের ১৫টি ওয়ার্ডে শীতার্ত নারী পুরুষের মাঝে ৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পৌর মেয়র আবু তাহেরের নিজস্ব অর্থায়নে রোববার সকালে শহরের আদর্শ সামাদ মাঠে এ কম্বল বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর পুলিশ সুপার ড.এ এইচ কামরুজ্জামান (পিপিএম-সেবা)।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু তাহের এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল্যাহ, কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, আবুল খায়ের স্বপন, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন শাহী ও জাহিদুজ্জামান রাসেল প্রমুখ।