ফাহাদ হোসেন : লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর “প্রিয় রামনগর গ্রাম – PRG” নামের একটি সামাজিক সংগঠন এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
গতকাল ১লা জানুয়ারি রামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসমাইল হোসেন সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মহিলা মেম্বার রেজিয়া বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, মিজান পাটোয়ারী, ইসমাইল জমাদ্দার, স্থানীয় সমাজ সেবক হারুন রানা, ইউসুফ মিজি প্রমুখ।
অনুষ্ঠানে আগত বক্তারা এলাকার এক ঝাঁক তরুণদের এমন উদ্যোগ দেখে তারা সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিয়” রামনগর গ্রাম PRG” গ্রুপের এডমিন তুহিন জমাদ্দার, মোহন,ফরিদ,সাদ্দাম,তামিম,রবিন,জসিম, তারেক সহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের এডমিন প্রবাসী তারেক আকবর এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করছি এবং রক্তদান সহ যে কোন সমস্যায় আমরা এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি সকলের কাছে এই সংগঠনের জন্য দোয়া চেয়েছে।