লক্ষ্মীপুর প্রতিনিধি –
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছে রাশেদুল হায়দুল হাসান। তিনি রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক।গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ৩ নম্বর ওয়ার্ড আঙ্গারপাড়া এলাকার কাউন্সিলর পদে সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসের তার মনোনয়ন জমা দেন। এসময় পৌর যুবলীগের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আগামি ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
These kinds of statement are usually composed in a different fashion than those that haven’t yet
The plagiarized articles were either written by unprofessional pupils go to this portal or by professors.
been composed.