নিজস্ব প্রতিনিধি – গত (২৫ ডিসেম্বর) শুক্রবার “হাজিরপাড়া ঈদগাহ মসজিদ কমপ্লেক্স” এ জুম্মার নামাজ আদায় করতে যান “জেলা পরিষদ সদস্য ও অশহায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ” বদরুল আলম শ্যামল” সেখানে তিনি পুরোনো ভাংগা পুকুর ঘাট দেখে মর্মাহত হোন পরে পুকুর ঘাট টি দ্রুত নির্মানের কাজ শুরু করার জন্য আশ্বস্ত করেন মসজিদ কমিটি ও স্থানীয় এলাকা বাসিকে এবং তিনি নতুন পুকুর ঘাট দ্রুত তৈরি করার জন্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন
“এলাকা বাসির সাথে কথা বলে যানা যায় ” লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য ও অশহায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল আলম শ্যামল নিজ এলাকায় বিভিন্ন সামাজিক সংঘঠনে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন