নিজস্ব প্রতিবেদক – বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির পুনরায় সদস্য হলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর সভার কৃর্তী সন্তান , রায়পুর পৌর সভার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
প্রাচীনতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত অন্যতম সদস্য পদে পুনরায় মনোনীত হয়েছেন গিয়াস উদ্দিন রুবেল ভাট।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তৎকালীন দেনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন গিয়াস উদ্দিন রুবেল ভাট, তার পিতা হুমায়ুন কবির ভাট রায়পুর বাজারের একজন স্বনামধন্য ও সফল ব্যবসায়ী । রায়পুর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রায়পুর ব্যাবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। স্কুল জীবনে রায়পুর মার্চেন্টস একাডেমী ছাত্রলীগের সাধারন সম্পাদক দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির ভাট ।তিনি একজন প্রবীন আওয়ামীলীগার এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক।
দাদা হাজী বজলুল হক ভাট ছিলেন রায়পুর বাজারের প্রথম দিকের একজন বড় ব্যবসায়ী, ১৯৬০ সনে ব্যবসার গোড়া পত্তন, বংশ পরষ্পরায় এই তরুন উদীয়মান আওয়ামীলীগ নেতাও একজন ব্যবসায়ী।
শিক্ষাগত জীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে বি.এস.এস (অনার্স) মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের রাজনীতির সাথে সখ্যতা, এবং ওতোপ্রোতভাবে ছাত্ররাজনীতির সাথে জড়িয়ে পড়েন ।
১/১১ এবং নেত্রী মুক্তি আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে ঢাকার রাজপথে থেকে সক্রিয় ভুমিকা পালন করা এই তরুন উদীয়মান আওয়ামীলীগ নেতা
বাংলাদেশ ছাত্রলীগ রায়পুর পৌর ৩ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ও রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন।
এরপর বিশ্ববিদ্যালয় জীবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা মুল কমিটির ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ( লিয়াকত- বাবু কমিটি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ।
গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব জনাব হারুনুর রশিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।দেশ বিদেশ ঘুরেছেন উন্নত দেশেও থেকেছেন উন্নত দেশের অভিজ্ঞাত কাজে লাগাতে চান নিজ জন্মস্থান রায়পুরে।
গিয়াস উদ্দিন রুবেল ভাট আরও বলেন আমি এখনো যুবক নিজ জন্মস্থান থেকেই কাজ শুরু করতে চাই বয়স ও রয়েছে আমার, রায়পুরের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে যুব সমাজকে ক্রীড়ামুখী করার জন্য কাজ করার সুযোগ হয়েছে আবারো, এই জন্য এলাকাবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।