নিজস্ব প্রতিবেদক –
লক্ষ্মীপুরে নতুন জেলাপ্রশাসক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া বরিশাল, বান্দরবান সুনামগঞ্জ, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট ও চাঁদপুরে ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন, মোঃ আনোয়ার হোসেন আকন্দ।তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিবের দায়িত্বে ছিলেন। অপর দিকে বর্তমান লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।