নিজস্ব প্রতিবেদক -লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের স্বপনের আর্থিক অনুদানে পৌর এলাকার শীতার্ত দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
পৌর শহরের ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গত বৃহস্পতিবার রাতে ও দিনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন কাউন্সিলর আবুল খায়ের স্বপন।
শহরের সোনালী কলোনি, জেবি রোড, দাদা কলোনি কালীবাড়ি এলাকার সহস্রাধিক প্রতিবন্ধী, পথশিশু, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সোনালী যুবসংঘের স্বেচ্ছাসেবীরা,
কাউন্সিলর আবুল খায়ের স্বপন বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস। ৬নং ওয়ার্ডের একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত।